সুদীর্ঘ অদর্শনে সবুজ ঘাস হয়ে যায় হলুদ
        আমার সেই একই হাল হকীকত ।
রুপোলী জোত্স্না না পেয়ে চকোর মরেছে
        আমিও কি বেঁচে আছি সন্দেহ হয় !
যে কাঁচের প্রাচীরটা ধীরে দ্বিখন্ডিত করেছে
        ওটা ছিল একরাশ গভীর অভিমান!
জগত জানে আমরাই পৃথিবীর সুখী দুজনা
    জানেনা গড়েছি এক গোটা থর মরুভূমি।
কতদিন চেনা চিহ্ন ধরে পথ খুঁজে চলেছি  
         মেলেনি সেই কাঙ্খিত মরুদ্যান ।
কতদিন বৃষ্টিবিহীন এমন অনন্ত দহন দিন
     প্রান্তিক স্টেশন পথ কবে হবে অবসান ?