ভোট এলো চোখ মেলো
     নেতা নেত্রী জাগরে ।
যার গেল  তার গেল
  কেন মিথ্যে অশ্রু ফেলরে।


শেয়াল গুলো বাঘ হোল
ধর্মের নামে মানুষ খেলো ।
জাত অজাতের গল্প দিলো
অ-নাগরিক তকমা দিলো ।


অনেক দেবার হিসাব দিলো  
হাস্যমুখের ছবি ছড়ালো ।
বুকের ভিতর পাথর ছিল
হাল্কা সে নয়, ভারি হোল।


উৎসব আলো ছড়িয়ে দিলো
ভাত ছড়াতেই কাকেরা গেলো।
প্রতিশ্রুতির গান শোনালো।
    উদ্দাম নাচে মত্ত হোল।


মায়া কাজল পড়ো সবাই
রামের দেশটা গড়তে দাও।
সাত পুরুষকে খবর দাও
নাগরিক কিনা প্রমান দাও ।


কারোর পৌষ সর্বনাশ হোল
তাতে কারোর বয়েই গেল ।
রাজা গেল রাজা এলো
গরিব আরও গরিব হোল।