ঝুমুর ঝুমুর বাজিয়ে নূপুর
সাঁঝের বেলায় কোন দস্যি মেয়ে যায়
ধুসর বরণ কুন্তলে তার জরির ফিতে
সাথে দামাল পবন ধায়।  


দস্যি মেয়ে বাধা মানে না, সে থামতে জানে না
বাঁধন ভাঙাই স্বভাব যে তার ইচ্ছে মত চলে  
গভীর কালো ওড়নাতে সে চন্দ্রকলা ঢেকে
নিশির বুকে দাপিয়ে বেড়ায় খুশির পরশ মেখে
শিশু তপন দেখেই সে সলাজ চোখে চায়।


ভুবন জুড়ে ঘুরে ফিরে শেষে হাসির রেখা নীলে
পা ডুবিয়ে মুচকি হাসে গুলমোহরের ফুলে
ঢেউয়ের তালে নদীর কুলে ছলাত ছলাত বায়।

সোনারপুর
২৬/০৯/২০১৯