চারিদিকে এত রঙ, তবুও কেন বিবর্ণ হচ্ছে জীবন
সহমর্মিতার সীমাবদ্ধতা ! নাকি আত্মকেন্দ্রিকতায় নিমজ্জমান মন
অচেনা সংকেত জালে ধেয়ে চলে সময়, সম্পর্ক মূল্যহীন
উপরের সজ্জায় বোঝা যায় কি ! মননে আঁধার কতটা গহীন।    


আজ যাকে দেখে মনেহয় উচ্ছল তরঙ্গ, কাল দেখি তার ঝুলন্ত দেহ
নির্বিকার সমাজ স্বজন নিজেকে নিয়েই ব্যস্ত, কারো খোঁজ রাখে না কেহ
তিল তিল করে ভাঙছে গাঁথুনি সমাজের, একি প্রলয়ের পূর্বাভাস !
মানুষ কি ভুলতে বসেছে তবে বাঁচার লড়াইয়ের যুথবদ্ধ ইতিহাস।
  
স্নেহ মমতা ভালবাসা হীন প্রাচুর্যে ভেসে মিলেছে কি সত্যি সুখ !
নাকি অন্তরে পোষা সুখের শেষে দেখতে পায় দাঁড়িয়ে একঝাঁক দুখ  
সব পেয়েছির ভরা নায়ে যাত্রী শুধু সে একা, নেই হিতৈষী বন্ধু-স্বজন
আমার আমিতে ভেসে বুঝতে পারে কি ? সুখের জন্য কতটুকু প্রয়োজন ।      

সোনারপুর
২৭/০৮/২০২২