অসম লড়াইটা ঠিক কত দিন চলতে পারে  
নাচে গানে মেতে মানুষ কী খিদে ভুলতে পারে
অর্থনীতি; খাদ্য; শিক্ষা; স্বাস্থ্য;  শৃঙ্খলে জুড়ে থাকা একক
হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কতটা বাকি, অট্টহাসি হাসছে নায়ক
কান টানলে যেমন মাথা আসে, তেমনি টান ধরছে মনে  
ভয়;  দূরত্ব বাড়িয়েছে সমাজে, বন্ধুত্বে, পরিবারে, জনে জনে  
খিদের আগুনের কাছে সৎ চিন্তা, মৃত্যু ভয় নেহাতই তুচ্ছ
সুগভীর পানিতে কার না লাগে ভয়, যতই হোক সে স্বচ্ছ  
ফসল বোনার মানুষ নেই, ফসল তোলার মানুষ নেই
কারখানা আছে শ্রমিক নেই, স্কুল কলেজ আছে পড়ুয়া নেই
নির্ভয়ে আগাছার জঙ্গল বেড়ে ওঠে তরতর করে সাজানো লনে
যত্নে লালিত গাছ গুলো ঢেকে যাচ্ছে,  হার না মানা লতা গুল্মে
চিত্র পরিচালক বিনা খরচে পায় কলা কুশলী; সেট দুঃস্বপ্নের সন্ধানে    
কী নির্মম পরিহাস সময়ের, রিফিলের ভোঁতা বল জাগে দুঃস্বপ্নে  
আঁচড় দিতে দিতে থেমে যায়, এক আগ্রাসী ভাবনার নির্যাতনে।


কত স্বপ্ন ছিল, প্রেম ছিল, কে জানত বিরহ যন্ত্রনা করছে ধাওয়া
এক ভীষণ বিক্ষুব্ধ সমুদ্রে  বৈঠার ঘায়ে নাও যাবে কী বাওয়া
ইতিহাস বলছে অনেক প্লাবন, যুদ্ধের স্বাক্ষী এই মাটি যুগে যুগে
এমন তথ্য নেই, মড়ক লেগেছে সারা দুনিয়ায় একসাথে; রোগে
জীবনের সব সাধ; হাসি হুল্লোড়, হারিয়ে যাচ্ছে ভয়ঙ্কর কৌশলে
লোভ নাকি প্রতিশোধের নেশায় অন্ধ পিশাচ বিষ দিয়েছে ঢেলে ।


বন্ধ দেউলে উপবাসী মানুষ; সাকার নিরাকার সব একসাথে
ভাষাহীন বিশ্বাসে যিশু-খোদা-দেবতার যাত্রা হচ্ছে এক রথে    
দিগন্ত ছেড়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর ধুলোয়, প্রতিটি ঘাসে
সাদা কালো ভুলে উন্মত্ত আচরণে উল্কার গতি প্রতিদিন; মাসে
কোথায় থামবে, এই নরমেধ হবে শেষ কবে, শিকড় গেড়েছে ভয়    
মেলেনি আলোর ঠিকানা, আরো কত পথ, কতদূরে আছে জয়  
দাফনের মাটি কাঁদে, চিতার আগুন খোঁজে শব্দময় তরঙ্গ
মনের আকাশ ধূসর চাদরে ঢাকা, পথ খুঁজে পায় না বিহঙ্গ
অঝোর কান্নার স্রোতে যে আগুন নিভে যেত, ভিজে যেত মাটি    
শোকের সে মাটি শুকনো, দাউ দাউ লেলিহানে জ্বলে পাখিটি
চলে যায় প্রিয়জন, ভয়ের নিঃশব্দ পদচারনায় শঙ্কায় প্রতিটি মন
নীরবে মেনে নেয় সময়ের বয়ে চলা স্রোতে যন্ত্রনার অনুরণন।  


হয়ত মানুষ ভুলে যাবে শোক;  ক্ষুধার আগুনে জীবনের টানে
আপাত শান্তির খোঁজে হিসাব মেলাবে, আশ্বাসের বাণী শুনে শুনে
যে পিতা; মাতা,  গেল চলে দুধের শিশুটি ফেলে অথবা উল্টো পথে
রয়ে গেল জনক জননী, কলিজার হাড় সন্তান হারিয়ে স্রোতে  
মানুষ কী জবাব চাইবে না তার নিজ নিজ বিশ্বাসের দরবারে  
কোন অপরাধে পেল সে এমন সাজা নতুন স্বপ্ন দেখা ভোরে  
এর উত্তর কোনদিন মিলবে না, প্রলাপ থেমে যাবে শুকনো চোখে
আবার দরজা খুলবে, আসবে মানুষ; দেখবে বিশ্বাস দাঁড়িয়ে হাসি মুখে
শোক ভুলে ফিরবে মানুষ জীবনের ছন্দে, যা ঘটে গেল আসেপাশে
হয়ত কেউ লিখে রাখবে নিধনের ইতিবৃত আগামীর ইতিহাসে।      
    


সোনারপুর
০৫.০৫.২০২০