বাজলে নূপুর মনের কোণে
টিলায় টিলায় রঙ ঝরে
শুকনো পাতার দুঃখ ভুলে
পলাশ জাগে মনের বনে
ঝিরি ঝিরি ঊষ্ণ ছোঁয়ায়  
লজ্জার আঁচল উড়ে যায়
ঘোমটা ঢাকা হাসির রেখা
মন মাতাল করে দেয়
আগুন রাঙা যৌবন মেখে
বাতাস নাচে বনে বনে।


লাল মাটির চিকন ধূলায়
যৌবন রঙ নেচে যায়
আসে অলি গুন গুনিয়ে
মনের বাঁধন খুলে যায়
মহুয়ার মাতাল মাতাল গন্ধে
সাথীরে ডাকে কুহু ছন্দে
প্রেমের নূপুর যায় শোনা
ঝরা পাতায় শালের বনে ।


সোনারপুর
০৩.০১.২০২০