মোমবাতি নয় প্রতিরোধ পারে থামাতে গতি
মোমের আলোয় লজ্জা পায়না কোন দুষ্কৃতী
ও মেয়ে তুই প্রতিরোধ গড় জীবন করে পণ
মরতেই যদি হয় লড়ে যা নিঃশ্বাস যতক্ষণ
ও মেয়ে তুইও মানুষ শক্তিকে লাগা কাজে
ছিন্নভিন্ন করে দে কথা বললে কেউ বাজে
দূর্গা হয়ে ওঠ তুই পালিয়ে বাঁচা কী সাজে
অবলা প্রমিলা খেতাব আর কতকাল বয়ে যাবি।  


মুগুরে কুকুরে কথাগুলো ভেবে প্রস্তুতি রাখ মনে
প্রতিরোধে ঘুরে দাঁড়ালেই স্যালুট করবে জনে জনে
গতানুগতির মোমের আলো সমাজে তোলেনা ঢেউ
নিজেকে নিয়ে ব্যস্ত সবাই তোর খবর রাখেনা কেউ
ভালোবাস তুই নিজেকে আগে হবে না কারো ক্ষতি
মোমবাতি মিছিলে নয় তোর হিম্মতে ডরাবে দুষ্কৃতী।  


সোনারপুর
১১.১২.২০১৯