প্রেম ভাবনা থমকে গেছে
মুখোশে ঢাকা মুখ
কমলা ঠোঁটের হাসি দেখে
ভরছে না আর বুক
ভয়ের দাপট এমন তার  
কেড়েছে সব সুখ।


মুখোশ পরেই করছে বাজার
যার যেমন সাধ্য
সাবধান বাণী শুনে সাবাই
থাকছে ঘরে বদ্ধ
আড্ডা, তাস, সব গিয়েছে
হচ্ছে মানুষ জব্দ।


জুটছে খানা ভালো মন্দে
পিনার আসর বন্ধ  
কতকাল আর মজুদে চলে
মনে ভীষণ দ্বন্দ্ব
সন্ধ্যা হলেই কষ্ট বাড়ে
সত্যি; কপাল মন্দ।  


ফোনালাপে হা-হুতাশ গভীর যন্ত্রনা
কত রকম চাওয়া
ঘুম আসেনা চোখের পাতায়
দুশ্চিন্তার নৌকা বাওয়া
সব জোড়েতেই মস্ত ফাটল
সুখের যুদ্ধেও মায়া !  


সোনারপুর
০৩.০৪.২০২০


বিঃ দ্র ঃ  স্বভাব কবি মান্যবর শ্রী সঞ্জয় কর্মকার মহাশয় কে এই কবিতাটি উৎসর্গ করিলাম।