ক্ষুধার্ত মানুষ খাদ্যের অভাবে
কেন ধুঁকছে অনন্তকাল --?
ভাইরাসের চাদরে ঢাকা পড়েছে
মৃত্যু মিছিলের সকাল।


মরণ রোগে কাঁপছে দুনিয়া
মনুষ্য জগৎ অসহায়--
দারুণ সংকটেও লুটছে লুটেরা    
ভিক্ষান্নেও ভাগ বসায়।


আসল সমস্যা এড়িয়ে গিয়ে
ভড়ং কতই চকমকি--!
নাটকীয় মহড়ায় সঠিক তথ্য
গোপন কেন রাখি?


লড়াই চলছে নীতি পার্থক্যের
বাহ্যিক চরিত্র প্রকট--,
মানবিক কর্তব্য মুখের ভাষণে
প্রতিদিন বাড়ছে সংকট!
    -------------
২১/০৪/১৪২৭
বহড়ু