||   মধ্যবিত্ত   ||


মধ্যবিত্ত আমি গোলামি করি
হাত পাতি না কারো কাছে
আমি যে কেরানি শ্রম বেচি তাই
লাভ লোকসানের ভয় নেই পিছে।
নিত্য দিনের কাজ
মন দিয়ে করি
আমি যে বিশ্বস্ত প্রিয়
স্থায়ী কর্মচারী।
আজ এই সমাজের চোখে
আমি যে মধ্যবিত্ত
মনের যন্ত্রণা গোপন করে
ফোটাতে হয় পুলকিত চিত্ত।
মাস-মাহিনায় লিপিবদ্ধ আমি
অফিসের হিসাব খাতায়
সঠিক সময়ে যাই আসি আমি
সই করি ঐ পাতায়।
সাজপোশাকটা ফিটফাট করেই
অফিসে যেতে হয়
বাহ্যিক চাকচিক্য চমক দেখালেও
আসলে তা স্বাধীন নয়।
সংসারের হাল শক্ত হাতে
ধরে রাখতে চাই
মাস-মাহিনার বাঁধা অর্থেই
সব চাহিদা মেটাই।
এইভাবেতে চলছিল বেশ
মধ্যবিত্ত জীবনের ঠেলা গাড়িটা
হঠাৎ কি হল সব থেমে গেল
নিস্তব্ধ হল নিত্য খেলাটা।
কবে মিটবে লুকোচুরি খেলা
সবাই অপেক্ষায় থাকে,
গোলা-বারুদহীন ভাইরাস জীবাণুতে
গৃহে বন্দী রাখে।


-----------------