অগনিত মানুষের মাঝে
নিজেকে হারিয়ে যাওয়া
অতি সাধারণ জীবন।
অগনিত বহু মানুষের মাঝে
আমিও একজন মানুষ
এইটুকু হয়ে ওঠা বড়ই কঠিন ।
বাস্তবের এই কঠিন ধূষর মাটিতে
কত না প্রান অজান্তেই রেখে যায়
তাদের আত্ম বলিদান,
ইতিহাস তাদের কথা মনে রাখে না।
জীবন সংগ্রামের ছোট ছোট সুন্দর
যা কিছু প্রবিত্র ভালো
তা ম্লান হয়ে যায়
উদ্দাম সূর্য রশ্মির তেজে ।
গতানুগতিক জীবন!
সেই একই ছন্দেপথ চলা ।
কি মহত্ত্ব বা কি রসাস্বাদন পায়
মানুষের মন!
প্রভূত সম্পদের আরহনের নেশায়
আজ আমরা ডুবে যাচ্ছি নেশার মতো!
দুষিত বাতাসে  মুক্তি কোথায়?


----------********----------