অবনত
====================@@@
খুব ছোট মানুষের প্রাণ,
জেনেও পাঁজরে জাগে
শত অভিমান।
যেতে হবে চলে,
বুঝেও এ কথা ধ্যানে
রাখে কি সকলে!
অথচ না মেনে তকদির,
ভাবে যে আঁধারে বসে
’আমি মহাবীর!’
ছাগ হলে চোর,
যম ভেবে সেও খুঁজে
বিধি নামে জোর।
মানুষেরই শুধু এই ভ্রম,
বাকী যা অবলা জীব
ঠিকই চিনে দম।
জেনে বয়ে ক্ষত,
তবু কি চায় রে মন
হতে অনুগত!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
শুভকামনা সতত, সম্মানিত কবি।
শুভেচ্ছা অবিরত কবি।
হও অনুগত,
তবেই তো বুদ্ধিমান
হবে কর্মরত।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অভিভূত হয়ে গেলাম,
শুভ কামনা রইল।
ছন্দময় , নবধারার ভাষ্য শৈলীতে, সুন্দর সব বাস্তব বাণী, জীবনের তানাবানা, সুন্দর কথা- কাব্য , মুগ্ধ ।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়, শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়কবি ।
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
শেষদিন পর্য্যন্ত আমার আমার।
অনবদ্য কাব্য