অবনত
[email protected]@@
খুব ছোট মানুষের প্রাণ,
জেনেও পাঁজরে জাগে
শত অভিমান।
যেতে হবে চলে,
বুঝেও এ কথা ধ্যানে
রাখে কি সকলে!
অথচ না মেনে তকদির,
ভাবে যে আঁধারে বসে
’আমি মহাবীর!’
ছাগ হলে চোর,
যম ভেবে সেও খুঁজে
বিধি নামে জোর।
মানুষেরই শুধু এই ভ্রম,
বাকী যা অবলা জীব
ঠিকই চিনে দম।
জেনে বয়ে ক্ষত,
তবু কি চায় রে মন
হতে অনুগত!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
চুপচুপ ইতিহাসনির্ভর একটা দীর্ঘ চলচ্চিত্র দেখলেই হয়। সিংহাসনে আজ বসেছে তো কাল সে আবার বিতাড়িত। তারপরও শিক্ষা হয়না।
শুভকামনা সতত, সম্মানিত কবি।
সার্থক সুন্দর সত্য অনুভব।ভীষণ ভালোলাগা রইল কবিতাপাঠে।
শুভেচ্ছা অবিরত কবি।
কিছু বলার নেই প্রিয় কবি।। মুগ্ধতা রইল পাতায়।। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল।।
ছেড়ে মিছে অভিমান
হও অনুগত,
তবেই তো বুদ্ধিমান
হবে কর্মরত।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
আধ্যাত্মিকতার ছোঁয়ায় কবিতা অনন্য।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অভিভূত হয়ে গেলাম,
শুভ কামনা রইল।
অতুলনীয় অনুভূতি! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
আবেগ ভরা, ছলাচার প্রেমকথা , রূপকে কত না মর্ম ব্যথা !
ছন্দময় , নবধারার ভাষ্য শৈলীতে, সুন্দর সব বাস্তব বাণী, জীবনের তানাবানা, সুন্দর কথা- কাব্য , মুগ্ধ ।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়, শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়কবি ।
চমৎকার জীবনবোধের নান্দনিক উপস্থাপন মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
ভালো লাগার এক অনুপম প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
জীবনবোধ এবং ধর্মীয় চেতনাবোধের দুর্দান্ত উপস্থাপনা! দারুণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
চমৎকার অনুভূতির প্রকাশ। শুভেচ্ছা রইল নিরন্তর
বেশ মনোমুগ্ধকর সুন্দর শব্দচয়নে অসাধারণ মানবতাবাদী কবিতা। বেশ ভালো লাগলো কবিবর। শুভ সকাল।
অতুলনীয় অনুভূতির উপলব্ধি মুগ্ধতা অপরিসীম শুভকামনা অবিরত।
একদম।তাই হয়।
শেষদিন পর্য্যন্ত আমার আমার।
অনবদ্য কাব্য
খুব সুন্দর এক সুরছন্দ তাল লয় কবি দা ভাল থাকবেন