অবনত
====================@@@


খুব ছোট মানুষের প্রাণ,
জেনেও পাঁজরে জাগে
শত অভিমান।
যেতে হবে চলে,
বুঝেও এ কথা ধ্যানে
রাখে কি সকলে!


অথচ না মেনে তকদির,
ভাবে যে আঁধারে বসে
’আমি মহাবীর!’
ছাগ হলে চোর,
যম ভেবে সেও খুঁজে
বিধি নামে জোর।


মানুষেরই শুধু এই ভ্রম,
বাকী যা অবলা জীব
ঠিকই চিনে দম।
জেনে বয়ে ক্ষত,
তবু কি চায় রে মন
হতে অনুগত!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৪/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন