আমি মরে গেলে
বোরহানুল ইসলাম লিটন
================
আমি মরে গেলে কাঁদবি না তুই
এই ভেবে গেছি, চিরতরে ছেড়ে চলে,
তোর জন্যই থেকে যাবো শুধু
স্মৃতি হয়ে এই, বাংলা মায়ের কোলে।
কর্মের ভিড়ে ক্লান্ত শরীরে
কখনো বা যদি, ঘুমে যাস গাছ তলে,
স্বপনে দেখবি আমি জেগে আছি
মৃদু সমীরণে, নয়তো শীতল জলে।
ভেঙ্গে গিয়ে ঘুম, স্মৃতি দিলে চুম
ডাকিস আমায়, বৃক্ষ শাখায় দুলে।
যদি থাকে জেগে প্রখর রৌদ্রে
কৃষকের মুখে, পল্লী মায়ের গান,
রাখালেরও মাঝে খুঁজে পাবি মোর
দুরন্তপনা, সদা চঞ্চলা প্রাণ।
তবু যদি মন, কাঁদে স্মরে ক্ষণ
দেখিস আমায়, দামাল ছেলের দলে।
রাত্রি বেলায় বাহির উঠোনে
জ্যোৎস্নার কোলে, যদি বসে জারি গান,
কুপির পার্শ্বে জেগে রবো আমি
হয়ে কিশোরের, নিদ্রা হারানো প্রাণ।
সাঁঝে কভু মন, হলে উচাটন
খুঁজিস আমায়, মায়ের চোখের জলে।
(আমার প্রাণ প্রিয় দোস্ত কে এই কবিতাটি উৎসর্গ করলাম)
=================
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৬০২০২০ইং।
ছন্দোবদ্ধ চমৎকার একখান
কবিতা
খুব ভালো লাগলো
শুভেচ্ছা প্রিয় কবিকে
বিরহের কাব্য । একেবারে মনোমুগ্ধকর
উপাস্থাপনা ।
অজস্র শু্ভেছা , ভালো্বাসা ও শু্ভকামনা প্রিয় কবি ।
সু্স্থ ও নিরাপদে থাকুন জীবনবর ।
বেশ দারুণ প্রকাশ।
সুস্থ থাকুন
দুর্দান্ত উপস্থাপনা।
সতত শুভকামনা জানবেন প্রিয় কবি।
সুন্দর ভাবনা ভরা রচনা শৈলী।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইলো।
উৎসর্গের সিদ্ধান্তটাও চমৎকার।
মুগ্ধ হলাম প্রিয় কবি,
শুভ কামনা রইল।
কিছুটা কম্পিউটার সমস্যার মধ্যে আছি,
অন্য কোন সমস্য নেই ইনশাআল্লাহ।
আপনিও ভালো থাকুন
প্রিয় কবি।
স্মৃতি হয়ে এই বাংলা মায়ের কোলে।
কবি তাহলে তাজমহল করতে হবে। আপনার দোস্তকে শুভকামনা করছি। ভালো লাগলো মুগ্ধতা রেখে গেলাম শুভকামনা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
শুভেচ্ছা অনেক।
সুন্দর ছন্দ কাব্যে মুগ্ধ ।
শুভেচ্ছা অসীম, ভাল থাকুন প্রিয়কবি ।
এত সুন্দর উপস্থাপনা, আর ছন্দ!
আপনার মত দোস্ত যার আছে, তার আর কি চাই?
ভীষণ সুন্দর লিখেছেন।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
মন জুড়িয়ে গেল।
ভাল থাকুন।
পাঠে মন শান্ত হয়
শুভেচ্ছা থাকলো অনেক
ভালো থাকবেন
শুভকামনা রইলো
ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবির প্রতি
ভালো থাকবেন সবাই
দারুণ সুন্দর প্রকাশ।
সতত শুভেচ্ছা রইল প্রিয় কবি।