বধুয়ার বাসর
বোরহানুল ইসলাম লিটন
=============
স্নিগ্ধ আলোয় প্রকৃতি সেজেছে
আকাশেতে নেই মেঘ,
গাছে কাঁপিতেছে ঝির ঝির পাতা
বায়ু মন্থর বেগ।
তরু-লতা শাখে ফুল ফল হেসে
খুলেছে আশার দোর,
বলিতেছে প্রভু আজ নিশি কভু
নাহি যেন হয় ভোর।
জেগে চাঁদ তারা হয়ে লাজ হারা
আছে অপলক চেয়ে,
ফসলের মাঠ জ্যোৎস্না আলোয়
গোপনে চলেছে নেয়ে।
ঝিঁঝিঁ ডাকিতেছে কতো না আমেজে
শুনে শিয়ালের ডাক,
গোয়ালের গরু ঘুমেতে বিভোর
ডাকিয়া চলেছে নাক।
লাজে রাঙা মুখ গগনের বুক
হাসি যেন নাহি ধরে,
এমনি বাসরে অতি চুপিসারে
বধুয়া এসেছে ঘরে।।
================
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৪/২০২০ইং।
প্রকৃ্তির বন্দনায় অনন্ত প্রেমের কবিতা ।
শু্ভেচ্ছা, ভালবাসা ও শু্ভকামনা অফুরন্ত ।
সু্সথ ও নিরাপদে থাকুন সতত ।
হাসি যেন নাহি ধরে,
এমনি বাসরে অতি চুপিসারে
বধুয়া এসেছে ঘরে।।"
আহাঃ কী রোমান্টিক পরিবেশ তৈরি হয়ে গেল 😊😊
অসাধারণ!!!
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
ছন্দ গাঁথা কবিতা, খুব ভালো লেগেছে,
অনেক অনেক শুভকামনা রইলো কবি
প্রিয়কবিকে অশেষ শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল প্রিয় কবি,ভাল থাকবেন সদা।
মধ্যে এ কবিতাটি সত্যি অন্যতম।
অন্ত্যমিল, ছন্দের বিচারে
দারুন উপভোগ্য
শুভ কামনা রইল প্রিয় কবি।