বধুয়ার বাসর
বোরহানুল ইসলাম লিটন
=============৥৥৥


স্নিগ্ধ আলোয় প্রকৃতি সেজেছে
আকাশেতে নেই মেঘ,
গাছে কাঁপিতেছে ঝির ঝির পাতা
বায়ু মন্থর বেগ।


তরু-লতা শাখে ফুল ফল হেসে
খুলেছে আশার দোর,
বলিতেছে প্রভু আজ নিশি কভু
নাহি যেন হয় ভোর।


জেগে চাঁদ তারা হয়ে লাজ হারা
আছে অপলক চেয়ে,
ফসলের মাঠ জ্যোৎস্না আলোয়
গোপনে চলেছে নেয়ে।


ঝিঁঝিঁ  ডাকিতেছে কতো না আমেজে
শুনে শিয়ালের ডাক,
গোয়ালের গরু ঘুমেতে বিভোর
ডাকিয়া চলেছে নাক।


লাজে রাঙা মুখ গগনের বুক
হাসি যেন নাহি ধরে,
এমনি বাসরে অতি চুপিসারে
বধুয়া এসেছে ঘরে।।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৪/২০২০ইং।