ঋতুর নায়ক
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

প্রকৃতির রুক্ষতা
ঘন কালো মেঘ,
তাণ্ডবে বেড়ে যায়
বাতাসের বেগ।

খাল বিল পানি হারা
ধরণীর বুক,
মাঠ ফেটে চৌচির
করে ধুক ধুক।

রোদ কড়া রং হারা
গাছ পাতা ফল,
গান গেয়ে ধান কাটে
কৃষকের দল।

ঘাম ঝরে দর দর
ধিকি ধিকি মাঠ,
গাড়ি নিয়ে গাড়োয়ান
ছুটে চলে হাট।

আম লিচু তরমুজ
পাকে জাম কলা,
নব ধানে ভরে উঠে
কৃষকের গোলা।

দিন বড় রাত ছোট
বায়ু নয় হিম,
কামিনী পারুল ফোটে
অর্জুন নিম।

এমন প্রকৃতি আসে
নিয়ে নব সাল,
ঋতুর নায়ক হেসে
ধরে তার হাল।।

==================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৪/২০২০ইং।