সুখের হাসি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
একটু সুখের হাসি,
সহজেই পারে চলনে ছড়াতে
সজীবতা রাশি রাশি।
শীতলতা বিনে রুক্ষ প্রকৃতি
হতাশায় ভুগে যদি,
সুজনের বেশে কালো মেঘ জমে
নীলিমায় নিরবধি।
নিজেকে বিলায়ে বারিধারা রূপে
যদি আসে নেমে শেষে,
আশায় থাকা সে ব্যাকুলতা উঠে
প্রেমের পরশে হেসে।
হোক না জন্ম অতি অবহেলে
নয় কি তবু সে ভালো,
অপরের সুখে অন্দরে যদি
তুষ্টিতে জ্বলে আলো!!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৪/২০২১ইং।
" হোক না জন্ম অতি অবহেলে
নয় কি তবু সে ভালো,
অপরের সুখে অন্দরে যদি
তুষ্টিতে জ্বলে আলো!! "
অসাধারণ।
শুভেচ্ছা নিরন্তর কবি, ভালো থাকবেন।
প্রাণে বাজায় বাঁশি
আনন্দ রাশি রাশি
মানুষ কে যদি করতে পারি তুষ্ট
আল্লাহ হন সন্তষ্ট
মানুষর অক্পট হাসি
জগত ভরে শান্তিতে ভাসি ।
প্রিয় কবির অতি সুন্দর অনুভূ্তি ।
হাজারো শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় সম্মানিত গুণী কবি ।
সুস্থ থাকুন আজী্বন ।
মুগ্ধতা,শুভেচ্ছা রইল কবি একরাশ! শুভ সন্ধ্যা।
শুভকামনা রইল প্রিয়কবি।
অসাধারণ লেখনী।
মনোমুগ্ধকর উপস্থাপন করলেন প্রিয় কবি।
সতত শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
সজীবতা রাশি রাশি
প্রেমের পরশে
অনিন্দ্য সুখ হাসে।
অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা রইলো প্রিয়কবি।
সুপ্রভাত , প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
উপস্থাপনা করে গেলেন প্রিয় কবি।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
অনেক সুন্দর হয়েছে কবি।
সুন্দর কবিতা।
ভালো থাকুন রক্তিম শুভেচ্ছা ।