সুখের হাসি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


একটু সুখের হাসি,
সহজেই পারে চলনে ছড়াতে
সজীবতা রাশি রাশি।


শীতলতা বিনে রুক্ষ প্রকৃতি
হতাশায় ভুগে যদি,
সুজনের বেশে কালো মেঘ জমে
নীলিমায় নিরবধি।


নিজেকে বিলায়ে বারিধারা রূপে
যদি আসে নেমে শেষে,
আশায় থাকা সে ব্যাকুলতা উঠে
প্রেমের পরশে হেসে।


হোক না জন্ম অতি অবহেলে
নয় কি তবু সে ভালো,
অপরের সুখে অন্দরে যদি
তুষ্টিতে জ্বলে আলো!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৪/২০২১ইং।