ফাল্গুনের হাওয়া বাঙালি যেন
নব উদ্যমে সেজেছে
ফুলের কলিতে প্রজাপতি ভ্রমর
মন খুলে নেচেছে।
যেন বহে বসন্তের বাতায়ন
বৃক্ষ ফুলের মহা আলিঙ্গন
ক্ষত অঙ্গে পরিবর্তন করে
নতুন সাজে চুম্বন।
নির্মল বায়ু আগমনে দেখি
দূষিত হয়েছে বিলীন
ফাল্গুনের জয়গানে সমস্ত ডাক
হয়েছে মলিন।
প্রকৃতির পুরানো সকল পাতা
ঝরে পড়ে
নতুন পাতা নতুন সাজে
আড়মোড়া ভাঙ্গে।
করোনার জ্বরে ভুগিতেছি প্রিয় কবি। ফাল্গুন কি বা বৈশাখ এখন মাথায়! হাঃ হাঃ , দারুন সুন্দর লিখেছেন। হার্দিক শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
চমৎকার লিখেছেন,,শুভকামনা রইল প্রিয় বরেন্য কবি সামনের দিকে এগিয়ে যাবার,
বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নব রূপে।দারুণ লিখেছেন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
আজ আপনমনে রঙ লাগাতে হবে ...।দুর্দান্ত।
শুভেচ্ছা অনন্ত।
অপূর্ব! শুভেচ্ছা অনেক প্রিয় কবি ।