নীল পাহাড়ের দিনগুলি - সরকার সাইফ সুমন

নীল পাহাড়ের দিনগুলি - সরকার সাইফ সুমন
কবি
প্রকাশনী চন্দ্রছাপ প্রকাশনী
সম্পাদক মজনু বৃদ্ধ বিশদ
প্রচ্ছদ শিল্পী মজনু বৃদ্ধ বিশদ
স্বত্ব কবি
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১১
সর্বশেষ প্রকাশ ফেব্রুয়ারি ২০১১
বিক্রয় মূল্য ৮৫

সংক্ষিপ্ত বর্ণনা

নীল পাহাড়ের দিনগুলি এক কাব্যগ্রন্থ। সাইফ সুমন মুলত দুঃখবাদী কবি। নীল পাহাড়ের দিনগুলি তার লেখা দুঃখবাদী তৃনভুমিতে ছড়িয়ে রাখা যেন এক সোনালী ফসলের সম্ভার। আয়োজন করে যে দুঃখ আসেনা তার নাম ভালোবাসা। যার গভীরে থাকে কবি মনের মনি মুক্তা। যা নিয়ে সে বিভোর জীবন কাটিয়ে দেয় এক ঘোর জাগ্রত নিদ্রায়। আঁচর, দুঃখপতি, পরবাস, পুরোন, নির্বিকার, মুখোমুখি, মন এই কবিতাগুলি নীল পাহাড়ের দিনগুলিকে সৃষ্টি শৈলীতায় সমৃদ্ধ করে তুলেছে। নীল পাহাড়ের দিনগুলি গ্রন্থটির প্রতি পাঠকের অকৃত্রিম ভালোলাগা ছড়িয়ে রইল।

ভূমিকা

প্রতিটি ভুমিকা বইটির পথ চলায় সহজ শৈলীতা দিয়ে থাকে। তবে সরাসরি অভিনয়ের ক্ষেত্রটা যদি মজবুত গাঁথুনি দিয়ে বাঁধানো হয়ে থাকে সেই ক্ষেত্রে পাঠকের কোন অমনোযোগ বা বিরক্তি সৃষ্টি না হওয়ার প্রত্যয় রেখে ভুমিকা এখানে শেষ করাই বাঞ্জনীয় মনে করি।

উৎসর্গ

যিনি জননী
এমনকি মাতৃভুমিও
আর দৃষ্টিবন্দি রঙ ফিরোজা

কবিতা

এখানে নীল পাহাড়ের দিনগুলি - সরকার সাইফ সুমন বইয়ের ৭টি কবিতা পাবেন।

শিরোনাম
মন্তব্য
১৯
১০