[আবেদন]


তোমার কাছে আর্জি করি দাওনা সাড়া।


তুমি একটু আপস করে
থাকো ঘরেই সবুর করে
সুফল তুমি পাবেই জেনো ভবিষ্যতে—
নজর কাড়া....
তোমার কাছে আর্জি করি দাওনা সাড়া।


তুমি ঘরে যদি থাকো মানো নিয়ম যথাযথ
বেরিয়োনা যখন তখন আগের মত
ইচ্ছে টাকে দমন করেই দেশের ডাকে—
দাওগো সাড়া....
তোমার কাছে আর্জি করি দাওনা সাড়া।


তুমি থাকো সাবধানেতেই নিজের ঘরে
পালন করো নিয়মকানুন যতন ভরে
মনের ওপর পর্দা টেনে হয়োনা আর ক'টাদিন
আবাস ছাড়া....
তোমার কাছে আর্জি করি দাওনা সাড়া।


তোমার এই ত্যাগের জন্যে বাঁচবে তুমি
বাঁচবে আরও দেশের মানুষ জন্মভূমি
কাটবে যখন মারীর প্রভাব বেরিয়ো হয়ে—
বাঁধন ছাড়া....
তোমার কাছে আর্জি করি দাওনা সাড়া।


[দুবাই, ২১শে এপ্রিল ২০২০]
©চিন্ময়