[প্রসঙ্গ উন্নাও]


সময়টাকে আঁকড়ে ধরে
জীবনটাকে বাজি রেখে
লড়াইটা তার চলছিলো বেশ
.......................বিচার পাবার আশায়।
বুকের জ্বালা বুকে নিয়ে
মনের ক্ষত'য় প্রলেপ দিয়ে
হাল না ছেড়ে লড়ছিলো বেশ
.......................বিচার শেষের আশায়।
কদর্যতা বাড়িয়ে দিয়ে
নরখাদক আসে ধেয়ে
চিতা অনলে সব হয় শেষ
.......................আকাশ ভরে ধোঁয়ায়।
পুড়ছে নারী জ্বালা নিয়ে
তীক্ষ্ণ নখের আঁচড় সয়ে
লোলুপ চোখের কবলে দেশ
.......................জ্বলছে নারী চিতায়।
আস্থা ছিল বিচার নিয়ে
শাস্তি বিধান শুনবে গিয়ে
পথের মাঝে আশা হয় শেষ
.......................মরণ কাড়া বাজায়।
ধর্ষণ আবার খবর হয়ে
কলঙ্কে ফের ডুবিয়ে দিয়ে
মৃতার বুকের জ্বালা হয় শেষ
.......................গরিমা পথে লুটায়।
দেশবাসী চাই মিলে গিয়ে
ধর্ষকামীদের শাস্তি দিয়ে
নজিরবিহীন সাজা হোক শেষ
.......................পোড়াক শেষ চিতায়।।


[দুবাই, ১০ই ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়