কদম্ব হিজল দেখি বাংলার বুকে,
                               ওরা অযত্নে বড় হয়;
ঋতু বর্ষার আগমনে তারা,
                           রূপে হয়ে ওঠে রূপময়।


ফুল ফোটে গাছে গাছে,
                                     উদাসী হাওয়ায়;
ঠাকুরমার কোলে খেলে ছোট শিশু,
                                 দক্ষিণের দাওয়ায়।


ফড়িংরা খেলা করে জলের উপর,
হিজলের ফুল ভাসে কি মনোহর!


মাছরাঙ্গা মাছ ধরে,
                                জলে ডুব দেয়;
হিজলের ডালে বসে,
                             তারা বিশ্রাম নেয়।


সার বেঁধে সাদা বক উড়ে যায়
                                  দূর থেকে দূরে;
কাক, শালিক, আসে উড়ে,
                                বারে বারে ঘুরে।


বাংলার বুকে যেন প্রকৃতির খেলা,
নৈসর্গিক দৃশ্যপট ভাষায় যে ভেলা।


সাঁঝের বেলায় গৃহবধূ
               জ্বালে প্রদীপ তুলসী তলে;
জোনাকিরা মালা হয়ে,
         মুক্তার মত ঝোপঝাড়ে দোলে।


এমন বাংলার রূপ কে দেখেছে কোথায়?
ভাষা বাংলা, মা বাংলা রবে মোদের ভালোবাসায়।


১৪ই আশ্বিন, ১৪২৬,
ইং ০২/১০/২০১৯,
বুধবার, বিকাল ৪টা। ৮০০,  ০৬/১০/২০১৯।