আমার এই মন গড়া কবিতায়
             সে মানব দেখার ইচ্ছে হয় ,

           যার জীবনে নেই আজ কোনো
                     অসম্পূর্ণ কথা,
           মনের কোণে নেই কোনো যার
                  একটু লুকানো ব্যাথা!

           যার জীবনে পূর্ণ হয়েছে
                মনের সবই আশা,
       সে জীবন, যাকে ছোঁয়নি কখনও
            কোনো নৈরাশ্যের ভাষা!

            ভীষন জানতে ইচ্ছা হয়
            যদি পাই তার পরিচয়,

           যার জীবনে কোনদিনও
            কোনো স্বপ্ন হয়নি নষ্ট,
          বা এমন কেউ যার কখনও
            কোনো লক্ষ্য হয়নি ভ্রষ্ট!

         যে সহজ ভাবেই বলবে,
         সে হারায়নি ভালোবাসা,
       বা দুঃখ যারে দেয়নি দেখা,
          শুনেছে সুখেরই ভাষা!

          ভীষন দেখতে ইচ্ছা হয়
          রয়েছি অধীর অপেক্ষায়,

         ইচ্ছা আমার করবো পূরণ
              এমন জীবন দেখে,
        ভুলে যাবো সব হতাশা নিজের,
             রইবো নয়ন সুখে!

        ‌‌