জীবনের পথ ছোট হতে থাকে,
সুখ দুঃখের দী.. র্ঘ.. ম.. ধু.. রি.. মা..।
যদি মনে পড়ে শালবীথির রোমন্থনে-
বয়ঃসন্ধির প্রথম বিনিময়,
বসন্তবনে এসোনা।


যদি ব্যস্ত দিনচর্যায়
আচমকা আসে আগুন জ্যোৎস্না-
স্মৃতির সবুজ খামগুলোর সাথে,
সহগমনে যেওনা।


যদি কোন অমাবস্যার রাতে
ঝড়ের আভাস থাকে ঘন মেঘে-
বেদনার পেয়ালায় মুখ ঢেকো না।


আলোড়িত বনস্পতি
প্রতিবাদী পায়ে পথ চলা-
রুদ্র বৈশাখকে সাথী করে,
পথগমনে থেমে যেও না।


তোমার আমার মাঝে
শুধু এক তুফানী রাত-
কবোষ্ণ আরামে,
কথা দিও না।