ব্যথা দিও না গো আর
ব্যথায় ভরা জীবন আমার
ছেড়ে গেলে হবো পাথর
রইবে অসাড় মতি
তুমি পাবে নতুন সাথী,
আশায় - জ্বলবে আগুন
ভয়ে দেবে ফাঁকি
কিসে অপরাধ বলো কিসে অপরাধ
ব্যথা দিও না গো আর।


প্রতি দিন যতনে রেখে
তোমায় ধরে রাখি বুকে
যাবার সময় ভুলবে তুমি
নিভিয়ে নীরবে বাতি
তুমি রইবেনা আর সাথী,
আশায় - জ্বলবে আগুন
ভয়ে দেবে ফাঁকি
কিসে অপরাধ বলো কিসে অপরাধ
ব্যথা দিও না গো আর।


বুকের পাঁজর ভেঙে তুমি
সদা তরুণ থাকতে কামী
মায়ায় গড়ে যাবে ছেড়ে
পুড়বে সকল বাকি
তখন ভরবে জলে আঁখি,
আশায় - জ্বলবে আগুন
ভয়ে দেবে ফাঁকি
কিসে অপরাধ বলো কিসে অপরাধ
ব্যথা দিও না গো আর।


DHRITI RAJ