পাই নি বার্তা
তবুও সকাল এলো।
নাচের তালে বাউল গানে
একতারা সুর শুনি।
শালিক ভেবে,  চড়ুই
মেলে ডানা:
লাফটা কেবল
এক থেকে দুই টালি ।
বন্ধ চোখে টিউব রশ্মি রেশ ,
দবদবে ঢেউ
উথাল পাথালি।  


রথের মেলায় প্রান্ত ধরে
ফুলঝুরি চোখ মেলা ;
হারিয়েছি যে এক পয়সায় কেনা ,
সোহাগিনী তালপাতার বাঁশি।
বাজে দূরে -
শুনি আওয়াজ খাসা ।
আপত্তি থাক
শিকেয় তোলা ভাঁড়ে ;
থাকলে ফুটো -
টপকাবে দই ঠোঁটে।