আড়িপাতা মেঘে
পলাশ আবির – ঝাঁঝ ।
পায়ে হাঁটা পথ
জমা ঢিবি ধুলো ;
ধূসর কারাগার ।  


পূর্ণিমা রাত ঈর্ষা পীরিত
মুখ-মুখোশে আমেজ ;  
ভাবনার জাল নাজেহাল রাধা  
গতি পথ বেসামাল ।  


আঁকশির টান প্রেমের জোয়ার    
রঙ ভরা পিচকারি ;  
চিরকূটে লেখা বাউল আখরা  
ক্ষয়া চাঁদ বেঁকা হাসি ।  


শিথিল বাঁধন পিছিল বুরুশ
মাতাল রঙে দলিল ;  
ঝিম মারা ঘুম ললিত শিখা
গলা মোম অনাবিল ।


বৈধী নিষ্ঠা বসন্ত সুধা
শাণিত কোকিল ‘কুহু’ ;  
তাপিত ফাগে সঞ্চারী সুখ
চুন খসানো ভুল।