ভালবাসার জল –
খেলত খেলা খামখেয়ালে
জোয়ার ভাটার তালে তালে
প্রেম প্রকৃতি নারী পুরুষ
মহামিলন স্থল।


ষড়রিপুর ছল –
মদমত্ত পাগল পরাণ ;
জীবন-নিয়ম শুধু হয়রান ।
কপোত-কপোতি মধু মরিচিকা,
দুরন্ত কোলাহল ।


বিরাম বিহীন আশা –
চাঁদের আলো ঠিকরে জলে ;
রাত সোহাগী পলে পলে ।
গাল-গপ্পো, যুক্তি-তক্কো,
পরিশ্রান্ত ভাষা ।


সাপ-নেউলের খেলা –
ছোট্ট-জগৎ আনমনা মন;
ভাবনা অপার মৃদু গুঞ্জন ।
তুফানী ঝড় চখা-চখী’
বহুরূপী মেলা ।        


বাহারী পশরা –
প্রাণ চঞ্চল সিন্ধু মাতাল ;
প্রলোভনে উথাল-পাথাল ।  
উন্মোদনে বিমোহিনী,
দরবারী কানাড়া ।


জাগরণে ভয় –
বুদ্ধি প্রখর সতেজ হানা ;
সাবধানী প্রাণ বেগ দোটানা ।
ঢেউ-তরঙ্গ পাহাড় প্রমাণ,
চুপিসারে নির্দয় ।


ভূ-পৃষ্টের জল –
মন্দাকিনীর বেসুরো গান ;
শিলাস্তরে ভাঙিয়ে ধ্যান ।
অবাধ গতি আগ্রাসী রূপ।
কিম্ভূত টলমল ।


মহিমাময় জীব –
দেমাকি চাল জ্ঞান-গম্যি;
যুক্তি শেষে কর্ত্তা তুমি ।
সন্তরণে কুলের আশা,
চিরাচরিত ক্লীব ।


অনুগামী প্রাণ –
জ্ঞান-গরিমা নিছক কথা ;
আংশিক বোধ নিজস্বতা ।
বিদ্রূপ কাল সুনামীর রথ,
প্রেম অভিযান ।