আজ নবমী,
কেঁদে ওঠে মন, কাঁদে আপামর বাঙালি
মন কেমন করা, বড়ো বিষাদ মরমী!
আজ বিদায়ের ঘন্টা বেজে যায়
মন খারাপের বার্তা দিয়ে যায় ...!


সকাল থেকে কালো মেঘের ঘনঘটা
বর্ষাসুর'কে হারিয়ে মন্ডপে মন্ডপে হাঁটা
আজ শেষ রজনীর বিদায়ঘন আবহে
মা'কে দেখতেই হবে সব বাধা পেরিয়ে।


যে আলোর বেনু বেজে উঠেছিলো, ...
বাঙালির হৃদয় জুড়ে, মহালয়ার ভোরে
সে আলো নিভে যাবে, বেনু থেমে যাবে
বিসর্জনের বাজনায়, ... বিদায়ের সুরে!
উৎসব শেষে, থেমে যাবে মানুষের কলতান
তাইতো, গেয়ে ওঠে বাঙালির বেদনার্ত প্রাণ, ...
"ওরে নবমী নিশি, না হইয়ো রে অবসান...!"


7th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।