১) সুগন্ধিত অন্ধকার


দুধ জ্যোৎস্নায় ভেসে যায় ইচ্ছের গান


ছুঁয়ে দেওয়ার চরম আকাঙ্ক্ষায় আমাদের
হাত, এগিয়ে আসে, পরস্পরের দিকে
থমকে যায়।
নীরবতা বিরাজ করে।
মাঝ বরাবর ছায়াপথ ধরে হেঁটে যায়।
আমাদের পোষা বিড়াল মান্তু


নতুন চাদর থেকে, খসখস ...
ছড়িয়ে পড়ে বারান্দায়; একটু সচেতন হয়ে
ফিরে দেখা সুগন্ধিত অন্ধকার
ভেসে যাওয়ার প্রস্তুতি নিয়ে দাড়িয়ে
আমাদের মাঝে কমতে থাকা অবস্থানিক দূরত্ব


এবার ফেরবার পথ নেই


২) প্রতিশোধ


কবেকার দিনযাপন, ফেলে রেখেছি পাপোষে
এই বার উঠে যাবো। দিনকে পুড়িয়ে ঘন ধোঁয়া টেনে নেবো
ফুসফুস; নিগড়ে বাঁধা হয়ে আসে কাজের দিনের হিসেব।
মরচে পরা ফুলে হাত রাখছে বাতানুকূল বাতাস
এই বার যদি খুলে দেই জানলা


প্রজাপতি কি বসবে?


একটা জুতসই জবাব ভেবে রাখতে হবে
মানানসই মুখভঙ্গি
পর্দা টেনে দিয়ে নগ্ন হতে ভয় পাই
এই মাত্র বিবেকের ঘণ্টা বাজিয়ে গেলো রিংটোন
জমা রাখছি। জমা রাখছি।


প্রতিদিনই প্রতিশোধ। প্রজাপতি কি আসছে?