কাজ শেষ করে বাড়ি ফিরলে
আমি ভাবি আমার ভালোবাসা,
বাড়ির সবাই বাড়িতে ফিরে এলে
আমি ভাবি আমার ভালো বাসা,
বাড়ির সবাই কাজে যায়
কাজ থেকে ফিরে ঘরে বসে
হাত পা ছড়িয়ে বিশ্রাম নিলে
আমি ভাবি আমার ভালোবাসার বন্ধন।
একান্ত আলাপে তুমি আমি
আমি সে তুমি তোমরা সংসার পরিজন
মা বাবা ভাই বোন দিদি দাদা
ঘরের ভেতর আরও কত সম্পর্কের
আলাপচারিতা শুরু হলে
আমি ভাবি আমার ভালোবাসার দিন।
ছেলেমেয়েরা জড়াজড়ি করে
ভিক্টোরিয়ায় যায়
সিনেমা হলের কোনায় বসে গল্প করে
রেস্টুরেন্টে কোল্ড কফি খায়
তারপর দুজনে একান্তে বাসা বাঁধলে
আমি ভাবি আমাদের এ পৃথিবী ভালোবাসার।
মেয়ে কখন ফিরবে
ছেলের কেন ফিরতে দেরি হল
বাবা মায়ের এসব চিন্তা বাড়লে
আমি ভাবি আমাদের ভালোবাসার টান।
জীবনের টানাপোড়েনে দাদা কাঁধে হাত রাখলে
বাবা লাগাতার সাহস জোগালে
মায়ের কোলে মাথা রাখলে
আমি ভাবি আমার কর্মের ভালোবাসা।
পাশের মানুষ আমারই মত কেউ একজন
চলতে চলতে আমার এবং তার
বাড়িয়ে দেওয়া হাত ভরসা জোগালে
আমি ভাবি আমাদের ভালোবাসার ধর্ম।
যৌবনের ধর্মই হল প্রেম
মিলনের আকাঙ্ক্ষায় একটি শরীর আর একটি শরীরে
মিলেমিশে একাকার হতে চায়
তাই মনের কথা গোলাপের মত মন খুলে বলতে পারলে
আমি ভাবি আমাদের ভালোবাসার এই তো বারোমাস।


যেখানেই খুশি যাই না কেন
বাড়ি ফিরতে পারলে
আমি ভাবি আমার ভালোবাসা।