বাঁচতে আমরা সবাই চাই
কেউ চাই  না  মরতে ।
মরতে যে হয় সবাইকেই ,
এটাই ধর্ম বাস্তবেতে ।


খাদ্য আমরা সবাই যেচাই
খেয়ে-পরে চাই বাঁচতে ।
চাষ করলে ফলবে ফসল ,
অন্ন আসে তাইতে ।


জলের নাম জীবন ,আমরা জানি ,
জল  ছাড়া পৃথিবীতে কিছু হয়নি ।
সেই জলই আমরা করি অপচয়  ,
বন্ধ যদি না করি এই জলের অপচয় ।
নইলে ভবিষ্যতে একদিন হবে ,
পানীয় জল টুকুও নাহি পাওয়া যাবে  ।


গরুর দুধে পুষ্টি যোগায়  ,
কেউ গরু না পালন করি ।
পুষ্টি হীনতায় রোগ জুটলে ,
চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি ।


দুষনমুক্ত  পরিবেশে
বাঁচতে মোরা চাই ,
গাছ থাকলে পরিবেশ মুক্ত ,
মোরা  গাছ না লাগাই  ।


একটি গাছ ,একটি প্রাণ ,
শ্লোগান মোরা দিচ্ছি  ।
বাড়ী বাড়ী গাছ লাগান ,
এটাই সবাই চাইছি ।


সৃষ্টি রক্ষা করতে গেলে ,
কন্যা সন্তান চাই ।
কন্যা  সন্তান  ছাড়া  ,
সৃষ্টি রক্ষা হবে নাই ।


************
সন্ধ্যা - ৫:০০ টা ।
১২ /১২ / ২০১৯ বৃহস্পতিবার ॥
কেরাণিটোলা = মেদিনীপুর ।