মনের ঘরে কে দেয় উঁকি ,
তারে আমি পুষে রাখি ।
সেযে আমার পরান পাখী ,
কে জানে কখন দেবে ফাঁকি ।
সাধ করে পুষিলাম  তারে  ,
শুধু সে বসে থাকে  ঘরে  ।
কখন আসে কখন সে যায় ,
তার  ভাব কেউ বুঝে না পায়  ।
পাখী ঘরে বসে ধরে বায়না  ,
সে "রাধাকৃষ্ণের" নাম বলেনা  ।
পাখী উড়ে গেলে না থাকে চেতনা ,
শুধু পড়ে থাকে দেহ পিঞ্জিরা খানা   ।


     🎭🎭🎭🎭🎭🎭🎭🎭
রাত্রি _১০:৪৫ মিনিট ।
২১/১০/২০১৭ শনিবার ।
কোলকাতা  ।