দুঃখ যাদের জীবন সাথী -
        তাদের কিসের দুঃখ ওরে  ?
দুঃখে যাদের জীবন গড়া -
         তারা কি আর দুঃখেরে ডরে ?
দুঃখে যাদের পেটা দেহ -
          ভয় করেনা দুঃখেরে কেহ ।
দুঃখে  তারা ভাঙে গড়ে -
           দুঃখেই তারা চলছে লড়ে ।
দুঃখে যারা হাসি মুখে -
            দুঃখেই তারা থাকে সুখে ।
দুঃখ থাকে জীবন ধরেই -
            সুখতো শুধু দু'দিনেরই  ।
দুঃখে যারা কাঁদে হাসে -
            দুঃখকে তারা ভালোবাসে ।
দুঃখকে জীবন সঙ্গী করে -
              বেঁচে থাকে জীবন ধরে  ।
দুঃখে খাটা শরীর যাদের -
               লোহায় পেটা শরীর তাদের ।
দুঃখ করে আর অন্ন যোগায় -
              দুঃখ রঙীন স্বপ্ন দেখায় ।
দুঃখ লোকের কল্পলোকে -
              সুখ যে দেখায় স্বপ্নলোকে  ।
দুঃখ যাদের খেলার সাথী -
             ভয় কি তাদের দুঃখের রাতি  ।
দুঃখেই আমরা থাকি ভালো -
             দুঃখেই আমরা ভালো আছি ।
দুঃখ মোদের সুখ যে আনে  -
              দুঃখ যে মোদের চলার সাথী ।


             🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


দুপুর - ২:৫৫ মিনিট ।
০৩/১২ /২০১৯  মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।