ঐ আসে মহাকাল -
ভৈরব জটাজ্বাল  ,
রুদ্র তপন তেজে -
চতুর্দিক ভীষণ সাজে  ।
নটরাজ  নৃত্যে রাজে -
শিঙা ডম্বরু বাজে ,
আহা কি ভূবন মাঝে -
দ্রিমি দ্রিমি তাথৈ নাচে ।
মহাকাল ভূবন মাঝে -
নটরাজ  নট সাজে ,
জটাতে গঙ্গা বয় -
ভালেতে চন্দ্র  উদয় ।
হাতে ত্রিশূল মস্তকে জটা -
মুখে ব্যোবোম ব্যোম ঘটা ,
শিরোপরি গঙ্গা মাতা -
স্তুতি করে স্বর্গের দেবতা ।
কপোলেজ্ঞান চক্ষুমণি -
গলার ভূষণ ফণি ,
পরিধেয় শের ছাল -
ছাই ভস্ম মাখা হাল ।
গাঁজাতে দিয়ে টান -
হারায় সে দিব্য জ্ঞান ,
শশ্মানে মশানে ঘর-
নন্দী ভৃঙ্গি অনুচর  ।
ভুলে ঘর সংসার -
শশ্মানে ঘোরে মহাকাল  ।
আফিম গাঁজায় সদা মত্ত -
ভুলে থাকে সদা উন্মত্ত  ।