ওগো ঝর্ণা কেন ঝরছো তুমি ঝরঝরিয়ে  ,
পাহাড় ফুঁড়ে পড়ছো তুমি মন ভরিয়ে ।
রূপোলি রঙ মন যে সবার করছে চুরি ,
পাহাড় ঘিরে রাত্র দিবা রও প্রহরি   ।
কতইনা রকমারি পাখী উড়ছে ঐ নীল আকাশে  ,
পিয়াস মেটে ,তিয়াস মেটে ,সেই সে আশে ।
পিয়াস মিটাও তিয়াস মিটাও মন যে ভরাও ,
অপরূপা সোহাগ ভরি ঝরে পড় পাহাড়ের গায় ।
তোমার সাথে করবে খেলা সাধ মিটিয়ে ,
করবে সিনান ভরিয়ে মন কলকলিয়ে ।
ভাসছে তারা দূর নীলিমায় ঐ সীমানায় ,
তোমার কাছে আসে উড়ে মন দরিয়ায়  ।
পাহাড় ঘিরে ফোটাও রকমারী ফুলের বাহার ,
রূপে তোমার মুগ্ধ  কত পাহাড়ি ,  পাহাড় ।
নীল ,লাল ,হলুদ , রকমারী ফুল বাহারি ,
প্রজাপতি উড়ে এসে লুটে নেয় যে রঙ তাহারি ।
হরিণ শাবক ,সিংহ শিশু ,  জল করে  পান,
পাহাড়িরা  তোর  জলেতে  বাঁচায়  পরাণ  ।
পাহাড়  কোলে সূর্য ঢলে অস্ত কালে ,
লাল আবীরে রঙ ঢেলে দেয় তোরই জলে ।
ঝরঝরিয়ে  ঝরঝরিয়ে ঝর্ণা ধারায় ,
তোর প্রেমেতে পড়ে সবে মন যে হারায় ।
ধূসর রঙের পাহাড় বুকে জড়িয়ে  ধরিস ,
তোর প্রেমেতে মগ্ন পাহাড় ,সুখে থাকিস ।
        
         🌺🌻🌷🌵🌺🌻🌷🌵🌺🌻


সন্ধ্যা - ৫ :৪৪ মিনিট ।
২২ /১২ ২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥