শ্যামলী ধরনী মাগো সেজেছো আজি কিবা সাজে ,
           তোমা'পরে মহামারী কেন মা বিরাজে ?
তুমিতো সব পারো মাগো বিনাশ ওদের ,
                              কেন ভাবো আর -
কর ওদের প্রতিঘাত ,বহিস্কার করে কর প্রতিকার ।


ভারতী শান্তি ভূমি আজি হাহাকার  ,
               স্পর্শে মৃত্যু ভয়ে ভীত -
যেন বিতাড়িত করে বিভৎষ বিভীষিকার ।
বারে বারে তোমা'পরে কেন অত্যাচার -
      আর কত সহিবে মাগো ,
এতো সহিষ্ণুতা কোথা আছে তোমার ?


যে যতই আঘাত করুক ,করুক অনাচার ,
              তবু তুমি নিশ্চল ,নিশ্চুপ -
কত সয়ে মাগো আর সবদিন রবে নির্বিকার ।
অত্যাচার নাশ মাগো  হয়োনা আর সর্বংসহা ,
           জাগো তুমি জাগাও সন্তানে  মাগো -
থেকোনা নিরব হয়ে ক্ষমা নয় ,চোক্ষে জ্বলুক
                                    অনল  মহা ।
রক্তবীজের বংশধর তোমার সন্তানে
                                করে আক্রমণ ,
একের পরশ পেলে লক্ষজনের  হয় সংক্রমন ।
জ্বালাও বক্ষে তোমার রুদ্র তেজ বহ্নিশিখা ,
                      ধ্বংস হোক রক্তবীজ-
শান্তিময়ী ,দয়াময়ী ,মাতৃরূপে  দাও দেখা ।
ধ্বংস কর রক্তবীজে ,কর মাগো অমৃতভান্ড
                                      আনয়ন ,
অকালে জীবন যাদের ঝরে যায় তাদের
                                  দান জীবন ।


সবুজ কানন আজ ফল ফুল বর্নহীন ,
কেন মাগো দুঃখীনি আজ এতো দীন ?
তোমার বিশ্বে মাগো তুমিই সর্বংসহা মহান ,
তোমারে করিবে হীন কে আছে এতো ক্ষমতাবান ?


        ******************
বেলা -১১ :৩৪ মিনিট ।
১৮/০৪ /২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।