সোনায় মোড়া সোনার ভারত মুক্ত কবে হবে  ,
সোনার ভারতে সোনার সূর্য্য উঠবে আবার কবে  ।

মুক্ত হবে আকাশ বাতাস মুক্ত হবে মাটি ,
সংক্রমন মুক্ত হবে মানুষ মনে পাবে শক্তি ।

মনের খোরাক পাবে সবে ঘুরবে স্বাধীন ভাবে ,
বাইরে ঘরে রইবে সবে হাসি খুশী স্বভাবে ।

ছোঁয়া ছুঁয়ি জনতার ভীড়ে ভয় করবেনা ,
মনের মাঝে সদাই আতঙ্ক পুষবে  না ।

যে যার কাছে যাবে সবাই থাকবে আনন্দে ,
কখন কি হয় সন্দেহ ভয় থাকবেনা মনেতে ।

সংক্রমনের আতঙ্ক মন হতে হবে দূর  ,
পৃথিবী হবে সংক্রমন মুক্ত আনন্দে ভরপুর  ।

হাঁচি -কাশি -জ্বর-জ্বালা ,মুক্ত হবে দেহ  ,
সংক্রমনের ভয়ে আর ভীত হবেনা  কেহ  ।

ভয় আতঙ্ক দূর হবে হাসি ফুটবে মুখে ,
নির্ভয়ে সবার দিন কাটবে জীবন কাটবে সুখে  ।

       *****************
বিকাল -৪:৪৫ মিনিট ।
১১/০৪/২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।