শ্বেত বরণ কন্যা তার মেঘ বরণ চুল ,
দু'কানেতে দুলছে তার ঝুমকো লতার দুল ।
হাতেতে কঙ্কন  তার কানে কানপাশা ,
বাহুতে বাজুবন্ধ শোভে হাতে মানতাসা ।
হাতেতে সোনার চুড়ি বাজে খনখন ,
পায়েতে নূপুর বাজে উঠিছে নিঙ্কন ।
শ্বেতশঙ্খের শাঁখা হাতে বাহুতে অনন্ত ,
মল বাজায়ে চলে কন্যা অপরূপ ছন্দ ।
নাকেতে নোলক দোলে কপালে টিকুলি ,
চোখ ঝলসায় যেন চমকে বিজুলী ।
হাওয়ায় উড়িছে তার কুচ বরণ কেশ ,
পানসি ভাসিয়া চলে যেন সাগরের দেশ ।
পিঠেতে বিনুনী দুলে যেন কালনাগিনী ,
যেন ঠমকি ঠমকি চলে রাই অভিসারিনী ।
কাঙ্খেতে পিতলের কলসী ঝলকিয়া উঠে ,
যেন রাই চলে জল ভরিতে যমুনার তটে ।
দু'চোখে সুরমা আঁকা কপালে কুমকুম ,
দু'পায়েতে মল তার বাজে ঝুমঝুম ।
আলতা রাঙা দু'টি পায়ে রক্তকমল ফোটে  ,
আলতো পায়ে হাঁটে কন্যা যমুনার ঘাটে ।
মুখেতে মধুর হাসি কিবা তার শোভা ,
রাঙা ওষ্ঠে রাঙা হাসি কিবা মনলোভা ।


  ******************
রাত্রি - 8:21 মিনিট ।
07 /08 /21 শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।