গাছ ভাঙে ,ডাল ভাঙে ,ভাঙে বালুর চর ,
গৃহস্থ ভাঙে ,সংসার ভাঙে ,ভাঙে সুখের ঘর ।

দল ভাঙে ,আইন ভাঙে ,ভাঙে সংবিধান ,
নিজের মত আইন গড়ে ,মানেনা বিধান ।

প্রাচীর ভাঙে ,শিকল ভাঙে ,ভাঙে জেলের গরাদ ,
দেওয়াল ভেঙে করে চুরি ,কিস্তি করে মাৎ ।

নিয়ম ভাঙে ,একতা ভাঙে ,ভাঙে সংগঠন ,
ভাইয়ে ভাইয়ে সংসার ভাঙে,না হয় মিলন ।

ঘর ভেঙে টুকরো টুকরো হয় ছিন্ন ভিন্ন ,
মাকে ভেঙে ভাগ করে নেয় ,কে কবে দেবে অন্ন ।

শিশি ভাঙে , গ্লাস ভাঙে ,ভাঙে নেতার ভোল ,
দেশ ভাঙতে গিয়ে রে ভাই লাগে গন্ডগোল ।

মতের অমিল হলে ভাঙে ঘর ও গৃহস্থ ,
দেনা পাওনা না মিলিলে ভাঙে জনত্রস্ত ।

মন ভাঙলে হয়না আর সংসারেতে  স্থান ,
স্বামী স্ত্রীর মন ভাঙলে হয় যে ব্যবধান  ।

রঙ্গমঞ্চে পালা ভাঙলে যায় যে যার আবাস ,
মা বাবার বয়স ভাঙলে পাঠায় বৃদ্ধাবাস ।
  
   😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

দুপুরে -২:.৪৫ মিনিট ।
২৪ /১০ /২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।