ফিরে এসো বারবার ...
                       নৈঃশব্দের তালে মেঘের ক্যানভাসে জমে থাকা জল ভরা মেঘ,যার নিজস্ব কোন দুঃখ নেই।

ফিরে এসো...
           ব্যর্থ প্রেমের ছলছল চোখে তোমার আগমনী।

ফিরে এসো...
                 ঝড় জলে মাখামাখি প্রিয়ার ঠোঁটের অবিশ্রান্ত বৃষ্টির রাত।

ফিরে এসো.....
বুকের খাচের গন্ধে মোড়া প্রিয়ার প্রথম চিঠি
"আমি তোমায় ভালোবাসি"

ফিরে এসো বললেই ফিরব?
আজ হোয়াটস আ্যপ, ইমেইল, মেল, ফিমেল সব
মিলে মিশে একাকার--এর মাঝে আমি কোথায়?

আগুন ছড়িয়ে যাচ্ছে মনেতে মনেতে
বিষাদ জমছে শিরায় ধমনীতে।

আমি আজ অনেক দূরে.....

টেনে হিঁচড়ে নিয়ে আসে এই সময়,
হারানো অস্তিত্ত্বের কাছে দাঁড় করিয়ে দেয়--
বলে, কোথায় ছিলে এতদিন ?
কোথায় কোথায়........