ধর্মের দোহাই (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


ইমান শক্ত এদের ঘুষ নিয়ে চলে,
অপমান নাহি তার দুর্নীতির কালে;
পূজায় গেলে তার ইমান বুঝি যায়,
বেলায় ধর্ষন করে, সে নহে অন্যায়।


পাঁঠা বলি দেয় এরা, নয়তো সে পাপ,
  কোঠা অপকর্মের, সুদখোরের বাপ;
অশুচি! অশুচি! ছুঁইয়ো না গো আমারে,
রুচি গোমাংসের তব, স্বর্গে যাবো ধীরে।


মাতাল সে সারাবেলা, মদ নিয়ে হাতে,
কাল নাহি যায়, পর্ণ দেখে দিনেরাতে;
  ধর্মের দোহাই দিয়ে, করে পাপকর্ম,
  বেইমানের দল, শয়তানের চার্ম।


ধর্ম যার যার, আনন্দ মিলে সবার,
চর্ম কাটিলে দেখিবে রক্ত লাল তার।


১০/০৭/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।