লতিকার কর্ণে দোলে
শিশিরের দুল
শয়ান অংগে  লাল কুসুম।
হরিত বক্ষে গুপ্ত সুগন্ধী ধূপ
আঁচলে ছোপ রঙধনুর ।


গহীন কুঞ্জবনে বিহগীর নীড়
সেথায় দুটি ছানা করে কিচকিচ
শূন্যে ডানা মেলে মুক্ত শরীর
বায়ু নদে কাটছে সাঁতার মা বিহগী।


হাসির রৌদ্রালোকে আকাশ নদী
পাহাড় গড়ে হেথা লাল নীল
নিশির নয়ন খোলে তারার প্রদীপ
লক্ষ কোটি তারার মেলা নীরব দ্বীপ।


নীরব আঁধার ডোবে মোদির মোহনায়
কুঞ্জে ছায়ায় শান্ত আঁখি প্রলেপ ঘুমে লুটায়
ধরণীর নীরবতা মাটির যত ব্যাথা গভীরে লুকায়
মৃত্যুর আঁধারে এ শরীরের  গোপন কথা
মৃত্তিকার অন্তরে আলপনা এঁকে যায়।


মন ছুটে চলে পবন কণায়
অজস্র কথার ভিড়ে
ফাঁক গলে মহাশূন্যে মিলায়
কথার সমুদ্র ঘুরে মহামিলন অন্তরাত্মায় ।