এই শহরের মানুষ গুলো আস্ত বড় বোকা
খুব সহজে যায় দেয়া যায় ওদের বড় ধোঁকা ।
এই শহরেই এলাম আমি বেচতে বাঁশির দমে
সুরও নেই তালও নেই তবু বেচি চড়া দামে  ।
"বোবার কাছে মাইক বেচি অন্ধের কাছে চশমা
বধির যিনি হেইডফোন কেনেন; চোরের কাছে জমা" !
মিথ্যের বলা মানুষ গুলোই সত্যের ফেরিওয়ালা
ফেনা তুলে ভালো সেজে 'আসল মন্দের ফলা' ।
কালোর মাঝেই ডুবে থাকে আলোর ঠিকাদার
ঘুমের ঘোরে জেগে আছে এই শহরের জমিদার ।
তোমার শহর আমার শহর অনেক খানি তফাৎ
আমরা অবুঝ' ঐ শহর কথায়-কথায় রক্তপাত ।
ভাবছো সবাই আমি বুঝি কথার জাদুকর
সহজেই কেউ লুটবে তোমায় তুমিই বোকার শহর ।


০৩ চৈত্র ১৪২৫, ১৮ মার্চ ২০১৯