একটা ক‌রে বেলুন সবাই
এক বৃ‌ত্তের মা‌ঝে
এখ‌ান থে‌কেও অ‌নেক কিছু
শেখার মতন আ‌ছে।
‌নি‌জেরটা‌কে রক্ষা ক‌রে
প‌রেরটা‌কে ফুটায়,
প্র‌তি‌যোগীর সমান তা‌লে
বৃত্ত খা‌লি গুটায়।
‌শেষ অ‌ব্দি দ্বৈরথ হয়
তারপ‌রে রয় এক,
অক্ষত যে বেলুনসহ
সবাই তাকে দ্যাখ্ !
এটাই ছি‌লো খেলার নিয়ম
কাগ‌জে কল‌মে,
চুলকা‌নিটা শুধুই বা‌ড়ে  
ক‌মে না মল‌মে।
বৃ‌ত্তে যখন প্রভু স্বয়ং  
নিয়ম কানুন ছুটাই,
আমার ঘা‌ড়ে কয়টা মাথা
প্রভুর বেলুন ফুটাই ?
খেলার নিয়ম যেটাই থাকুক,
তেমন কি আর হয়,
‌নি‌জের বেলুন নি‌জেই ফুটাই,
আবার কথা কয়!