মানুষ নিধনে সেই কবে হিটলার
কাজে আনে গণহত্যায় গ্যাসচেম্বার !
সে ভেবেছিল এহেন কর্ম বিচার -
হবে দেশহিতে যোগ্য শুভসমাচার ,
কৈ ? তার চিন্তাধারা হয় নি সাকার ।


দেহ দূষিত হলে বের হয় বিষফোঁড়া ,
ইতিহাস ও অঘটন বহনে দেবেই সাড়া ।
আজ যে জেনে শুনে অন্যায় করে
ধর্মে বলে, ফল ভোগে সে হাড়ে-হাড়ে ।


সুষ্ঠু-সবল শান্তিতে নিজ নিজ রক্ষায়
পুণ্যলাভে কত ঘোরে তীর্থ ও মক্কায় ।
পথ যদি না-হয় সহঅস্তিত্ব, ভাইচারা ,
মানুষের কপালে আছে আরো ফাঁড়া ।


(ইং-০২-০৩-২০২০)