জাহির, মানব বড়ো বুদ্ধিমান ,
প্রকৃতির দোহনে এককরে আশমান ।
হানাহানি বৃথা তায় আপ্রাণ
অদেখা, ধ্বংসিলে, অমূল্য পরাণ ।
যুদ্ধেই মানব বিনাশ-শেষ !
হয় না ক্ষুন্ন তার অন্তঃকরণ বিশেষ ,
তা ও জ্ঞানী- আবেগী, বেশ ।
নেই প্রতিরোধে,নামমাত্র সন্দেশ ।


দাতা দানিলেন জ্ঞান-বাণী
তাঁরা দয়ালু ,অসীম শান্তিকামী ,
দ্বারে আজ অবহেলিত, জানি
সহ্যতে ধিক্কার যেন ঝড়-সুনামী ।
কালে অস্ত্রের ব্যবহার ধারদার ,
বৃদ্ধি হলো মানবে শোষণ বিচার ।
উত্তমাশা ধূলিসাৎ- ছারখার,
উন্নতির গতিরোধ হবেই অপার ।


(ইং-০২-১০-২০১৯)