দশদিক আলোকিত সত্যজ্ঞান বহু উপলব্ধ
মন যে অযোগ্য কাজ-কর্মে, প্রয়োজনে স্তব্ধ ,
সে আসল বাস্তব শিক্ষা কে দেবে সঠিক জ্ঞান
অজানা স্তব-স্তুতি উপলব্ধিতে শুদ্ধ প্রবিধান ।


শিক্ষা, নবজাগরণের গুণ-মান জ্যোতিপুঞ্জ
মানবে ব্যক্তিসত্ত্বা উত্থানে চাই সবার জন্য ,
ব্যক্তি বিশেষ পাঠাতে পারে হিমালয় পার
কালে, কুশিক্ষা জীবনে দানে হীনতা আঁধার !


সূক্ষ্ম সু-আচার যা’ করণীয় এ জীবদ্দশাতে ,
ঘাঁটিলে অবশ্য মেলে সুফল এ জীবন খাতে ।
দেশের হিতে নিজ অনুভূতি জাগরূকতা ধরি
হোক শিক্ষা-উৎসের গতিবেগ দিগন্ত প্রসারী ।


(ইং-২৭-১০-২০১৯)