জানিলাম অল্প কিছু একে একে সব
জানা হ’ল না মাত্র, মনুষ্যরুচি স্বভাব ,
কত কত সৌরভী দেখিলাম কানন
খুঁজে ফিরি সেথা শুধু- সুন্দর মন ।


যৌবন ভরা নদ,দু’কূল জলোচ্ছ্বাস
আঙন, কানন, ভরা তেজময় বাতাস ।
অতি জিজ্ঞাসায় মন আরো চায় খবর ,
কন্টকে পথ ভরা, আগে চলা দুষ্কর ।


দিন যায় রাত নামে আশা প্রায় শেষ
একি হেরি শেষগতি ভিখারির বেশ !
পূবে আলোর জ্যোতি ঝলমল করে
পশ্চিমে নিবু নিবু, ঝরাপাতা ওড়ে ।


(ইং-০১-১০-২০১৯)