বই, পড়ে পড়ে হয় জ্ঞানী -
পড়তে থাকলে মেলে অমৃত বাণী ,
ধারণেও জ্ঞানের পাহাড়
দেখা গেছে উচ্ছৃঙ্খল সংসার ।
সময়ে না হলে প্রয়োগ , বিফলতা
জ্ঞানীর হয় মাথা ব্যথা ;
আরো বাড়ে বদহজম ,
আবোল-তাবোল বলতে থাকেন হরদম ।
তবু গায়ে উজ্জ্বল জ্ঞানের সে তকমা
লোকে ডাকে জ্ঞানীচাচা-কাকা-মামা ।
অজানা অসুখ হলে, বদ্যি ডাকা -
সময়ে এ চিন্তা জ্ঞানীর যেন ফাঁকা ;
জ্ঞানজ্যোতি- পুড়িয়ে মারে তাকে
একদিন আফসোস হয়
সে জ্ঞান দিল না অভয় ,
চাইলেও কেহ দেখায় না দয়া ভিক্ষে ।
(০৩-০৭-২০২৫)