তাঁরা, অভাবিত ভাগ্যহারা রুগী ,
যে পড়ে সঙ্কটে সেই চরম ভুক্তভোগী ;
তাঁর করোনায় কত যে ভেঙেছে পাঁজর -
আজ, দংশ-জ্বালায় যাঁরা ভুগছে ,
বোঝে, করোনা মৃত্যুদূত, উদ্ধত খঞ্জর ।


এ বিশ্বে সবে সবার বন্ধু না ,
অকাজে শত্রু ও না- এ ওর ,
কত জনের নিজ নিজ রুচি,
ছড়ায় তুচ্ছ যতো করোনার খবর !
কারো ভাবনা, ‘এ সাজিস’ !
অন্য জঘন্য দুষ্ট কারণ ,
প্রচার,- ‘প্রাকৃতিক নয়, কৃত্রিম’ ,
এসব কুৎসা শ্রবণে বুকটি করে হিম ।


বলার কথা, বলে বেড়ায়- কে করিবে বারণ ?
একদা প্রকৃত সত্যটা অবশ্য করাবে স্মরণ ।


(ইং-০৯-০৩-২০২০)